কুড়িগ্রামের উলিপুরে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর এজেন্ট ব্যাংকিং শাখা উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার উপজেলার বজরা বাজারে উদ্বোধনী অনুষ্ঠানে আবু বক্করের সঞ্চলানায় ও ইসলামী ব্যাংক ফার্স্ট এ্যাসিস্টেন্ট ভাইস প্রেসিডেন্ট ও কুড়িগ্রাম শাখার প্রধান সেরাজুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা রেজাউল করিম আমিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বজরা এল কে আমিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুল হক। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এজেন্ট ইনচার্জ হাসানুল বান্না, বজরা বাজার বনিক সমিতির সভাপতি খায়রুজ্জামান, কাশিম বাজার মাদরাসার শিক্ষক মাওলানা মশিউর রহমান, আব্দুল ওয়াহেদ প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানে ব্যবসায়ী, শিক্ষকসহ সকল শ্রেণিপেশার মানুষজন উপস্থিত ছিলেন।

 

 

 

এক্সক্লুসিভ রিলেটেড নিউজ

সর্বশেষ